উঃ২৪পরগনা, ২৩ জানুয়ারি:- দূর্গা পুজো ও কালী পুজো উপলক্ষ্যে বিশালকার প্রতিমা গড়ে তোলার দৃষ্টান্ত আগেও দেখা গেছে বারাকপুর মহাকুমায়।এবার বাগদেবীর আরাধনায় ৮০ফুটের সরস্বতী প্রতিমা ব্যারাকপুর মহাকুমাবাসীকে উপহার দিতে চলেছেন খড়দহ সূর্যসেন বালক সংঘের সদস্যরা। খড়দহ স্টেশন সংলগ্ন মাধব আশ্রম মাঠে বিরাট পরিসরে গড়ে তোলা হচ্ছে এই বিরাট বিদ্যার দেবীর প্রতিমা।
প্রতিবছরই বিশেষভাবে প্রতিমা গড়ে সাধারণ মানুষকে তাক লাগিয়ে দেন এই ক্লাবের সদস্যরা। এই বছরও সরস্বতী পুজোর দিন থেকে এই প্রতিমা সম্পন্ন হলে দেখতে পাবেন সকল দর্শনার্থীরা। এই প্রতিমাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উৎসাহ তৈরী হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এবিষয়ে বলতে গিয়ে বালক সংঘের এক সদস্য জানান।