এই মুহূর্তে জেলা

ইউক্রেনে আটকে হাওড়ার ইছাপুরের ডাক্তারি পড়ুয়া দেবারতি। উদ্বিগ্ন পরিবার।


হাওড়া, ২৫ ফেব্রুয়ারি:- ডাক্তারি পড়তে ইউক্রেনে গিয়েছে হাওড়ার ইছাপুরের বাসিন্দা দেবারতি দাস। এদিকে এই মুহূর্তে সে দেশে যুদ্ধের যা পরিস্থিতি তাতে মেয়ে কী ভেবে দেশে ফিরবে তা ভেবেই আতঙ্কে দিন কাটছে দেবারতির পরিবারের। উদ্বিগ্ন পরিবার চাইছে দ্রুত দেশে ফিরে আসুক মেয়ে সহ ভারতীয় সব পড়ুয়ারা। সরকারের কাছে কাতর আবেদন জানাচ্ছেন পরিবার।

জানা গেছে, ইউক্রেনের খারকিভে আটকে আছেন দেবারতিরা। ২০২০ সালের ডিসেম্বর মাসে মেডিকেল নিয়ে পড়াশোনার উদ্দেশ্যে ইউক্রেন রওনা দিয়েছিলেন তিনি। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের খারকিভের ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি ৫ নম্বর হোস্টেলে এই মুহূর্তে দেবারতি ও তার সহপাঠীরা রয়েছেন। পরিবার সূত্রে জানা যাচ্ছে, ওখানে প্রায় চার হাজার ভারতীয় মেডিকেল স্টুডেন্টরা রয়েছেন।