এই মুহূর্তে জেলা

হুগলিতে মোদি-মমতার তুই সভা নিয়ে তৃণমূল-বিজেপির তৎপরতা তুঙ্গে।

হুগলি, ৯ মে:- হুগলি জেলায় মোদি মমতা দুই সভা নিয়ে তৃণমূল বিজেপির তৎপরতা তুঙ্গে।ভোট যত এগিয়ে আসছে প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর সভা নিয়ে তত উন্মাদনা বাড়ছে। হুগলি লোকসভা কেন্দ্রের ভোট নিয়ে হাই ভোল্টেজ সভা। এবার মোদির আগেই মমতার সভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি। লোকসভা ভোটের হাই ভোল্টেজ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে হুগলী। চুঁচুড়া মাঠে তোড়জোড় চলছে ১২ তারিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসার। শুরু হয়েছে স্টেজ বাধার কাজ ও। এরই মাঝে ১১ তারিখে হুগলীর ডানলপ মাঠে হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভায় আসতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন তৃণমূল ও বিজেপির ২ তারকা প্রার্থী হুগলীর জয়ের লক্ষ্যে। অন্যদিকে হুগলীকে কেন্দ্র করে হাই ভোল্টেজ জনসভায় ভরপুর হতে চলেছে আগামী দিনে সেটা বলা যেতেই পারে। ২০১৯ সালে তৃণমূলের কাছ থেকে বিজেপি ছিনিয়ে নিয়েছিল হুগলীর কেন্দ্রকে জিতেছিল বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।

এবারের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় থাকলেও তৃণমূলের প্রার্থী দিদি নাম্বার ওয়ান খ্যাত অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছে। লকেটের সমর্থনে যেমন নরেন্দ্র মোদি সভা করতে আসছেন চুঁচুড়ায়। তেমনি রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত খবর ১১ তারিখে মুখ্যমন্ত্রীর সভা ডানলপ মাঠে হবার পর ১৪ তারিখে আবার চুঁচুড়া মাঠে সভা হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও ১৪ তারিখের সভার নিশ্চিত করন চুঁচুড়ার বিদায়ক অসিত মজুমদারের মুখে আভাস পাওয়া গেল। তবে তৃণমূলের কর্মীরা চারিদিকের প্রচার শুরু করে দিয়েছেন ১১ তারিখকে সামনে রেখে। আবার শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর সমর্থনে শ্রীরামপুর স্টেডিয়াম মাঠে ১৫ তারিখ সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার হুগলি জেলায় হুগলি ও শ্রীরামপুর দখলের লড়াই কে এগিয়ে থাকবে সেটা আগামী দিনে ভোট ময়দানে লড়াই বোঝা যাবে ও ৪ঠা জুন ভোট ফলাফলের মাধ্যমেই বোঝা যাবে কে হুগলী ও শ্রীরামপুর কেন্দ্রে জয়ী হবে। ইতিমধ্যেই আরামবাগ তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।