হাওড়া,২ এপ্রিল:- করোনা মোকাবিলায় স্টেট রিলিফ ফান্ডে অর্থ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। ব্যক্তিগত উদ্যোগেও অনেকেই এই মহৎ কাজে এগিয়ে এসেছেন। এবার সেই তালিকায় যুক্ত হল কন্যাশ্রী সংগঠন। এবার এদের সংগঠন রাজ্য সরকারের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল। সংগঠনের তরফ থেকে বুধবার চার সদস্য প্রতিনিধি নবান্নতে এসে অর্থ দপ্তরের জয়েন্ট সেক্রেটারির সঙ্গে দেখা করে চিফ অডিট অফিসার সুব্রত কুমার দে’র হাতে ‘ওয়েস্ট বেঙ্গল কন্যাশ্রী এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ এর তরফ থেকে এক লক্ষ টাকার ডিমান্ড ড্রাফট ‘চিফ মিনিস্টার’স এমারজেন্সি রিলিফ ফান্ডে’ জমা দেন।সংগঠনের তরফে জয়েন্ট সেক্রেটারি রণজিৎ জানা বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে কন্যাশ্রীর সমস্ত সদস্যরা বিশ্বব্যাপী এই বিপদের মুহূর্তে সরকারের এবং সর্বোপরি মানুষের পাশে থাকার জন্য অর্থ সাহায্য করেছেন। অদূর ভবিষ্যতেও এইভাবেই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ওনার জনমোহিনী প্রকল্প কন্যাশ্রীতে কাজ করার সূত্রে মানুষের পাশে থাকার কাজ করে যাব।