এই মুহূর্তে জেলা

পাঁচশো বছর পর রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, এবার রামনবমীর আবেগ অনেক বেশি-লকেট।


হুগলি, ১৭ এপ্রিল:- ধর্ম যার যার উৎসব সবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলে থাকেন, রামনবমী পুজো দিতে এসে লকেট চট্টোপাধ্যায়ও সেই কথাই বললেন। চুঁচুড়া কাপাসডাঙায় হিন্দু জাগরণ মঞ্চ রাম নবমী উপলক্ষে শ্রী রামের পুজো করে।সেখানে যোগ দেন হুগলির বিদায়ী সাংসদ। লকেট বলেন, রামনবমীর উৎসবে এবার আবেগ অনেক বেশি। কারন পাঁচশ বছর পর অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। বাংলায় সব ধর্মের মানুষ মিলেমিশে থাকে।

সেখানে মুখ্যমন্ত্রী বার বার এই দিন টাকে টার্গেট করছেন। বিভেদ সৃষ্টি করে ভোটের ফায়দা তুলতে চাইছেন। এতে কোনো লাভ হবে না মানুষ ওনাকে প্রত্যাখ্যান করবে। রিষড়া সহ যে সব জায়গায় রামনবমী পালিত হয় সেখানে উৎসাহের সঙ্গে পালন করার কথাও বলেন তিনি। পুলিশ প্রশাসন তাদের কাজ করবে তবে শর্ত দিয়ে মানুষকে আটকানো যায় না বলেন লকেট।