এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরে বিবিরবেরের দে বাড়ির পুজো এবার ১৬ তম বর্ষে।


তরুণ মুখোপাধ্যায়, ১৭ এপ্রিল:- শ্রীরামপুরের বিবিরবেড়ের দে বাড়ির অন্নপূর্ণা পূজো এ বছর ১৬ বছরে পদার্পণ করেছে। এই বাড়ির গৃহকর্ত্রী স্বর্গীয় গীতা দে প্রথম মা অন্নপূর্ণার আরাধনা শুরু করার পর থেকে আজ দীর্ঘ ষোল বছর নিরচ্ছিন্নভাবে মাতৃ আরাধনায় ব্রতী রয়েছেন দে পরিবারের সদস্যরা। গত মঙ্গলবার থেকে এই পুজো শুরু হয়েছে, চলবে আগামী তিনদিন। পুজো উপলক্ষে অনিন্দ্যসুন্দর রূপে সজ্জিত করা হয়েছে দে পরিবারের বিশাল বাড়িটি। তার সঙ্গে অনিন্দ্য সুন্দর মৃন্ময়ী প্রতিমা চিন্ময়ী রূপ পেয়েছে। মঙ্গলবার খুব ভোর থেকে পুজোর মাঙ্গলিক কাজকর্ম শুরু হওয়ার পর থেকে বহু বিশিষ্টজন আনাগোনা শুরু হয দে পরিবারের বাড়িতে।

শ্রীরামপুর বিধানসভার মাননীয় বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়, শ্রীরামপুরের পুর প্রধান গিরিধারী সাহা সহ হুগলি জেলা পরিষদ স্থানীয় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির সদস্যরা উপস্থিত থেকে মাতৃ আরধনা প্রত্যক্ষ করেন, এই উপলক্ষে কয়েক হাজার মানুষ মায়ের অন্য ভোগ গ্রহণ করেন। উপলক্ষে বর্তমান যে পরিবারের কর্ণধার সন্দীপ দে এবং শ্রীমতি প্রিয়াঙ্কা দে জানান আমাদের বাড়ির এই পুজো প্রতিবছর এই এলাকায় একটা উৎসবের রূপ নেয়, আবাল বৃদ্ধ বণিতা সবার জন্য মা অন্নপূর্ণা পুজো উপলক্ষে আমাদের বাড়ির দ্বার অবারিত, এই তিন দিন ধরে প্রতিদিন কয়েক হাজার মানুষ আমাদের বাড়িতে আসেন মা অন্নপূর্ণার আশীর্বাদ নেন এবং তাদের প্রত্যেকের হাতে মায়ের প্রসাদ তুলে দেয়া হয়।