হাওড়া, ৯ এপ্রিল:- বালিতে প্রচারে নেমে জনসংযোগ যাত্রা করলেন হাওড়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমার টিম একটা পরিবারের মতো। চতুর্থবারের জন্য নির্বাচনের ময়দানে নেমে যেভাবে প্রত্যেকের থেকে সহযোগিতা পাচ্ছি তাতে আমি অভিভূত। জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী। মঙ্গলবার সকালে বালিখাল জেটিয়াবাড়ি এলাকা থেকে ভোট প্রচারে নামেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন বালির বিধায়ক ডা: রাণা চট্টোপাধ্যায়।
হুডখোলা জিপে কয়েক কিলোমিটার রাস্তা ঘুরে এদিন প্রচার করেন প্রসূন। বালির চৈতলপাড়া, গোস্বামীপাড়া-সহ বিভিন্ন এলাকায় এদিন প্রচার ও জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী। আবাসনের ছাদ, বারান্দা থেকে বিশেষ করে বাড়ির মহিলারা এদিন প্রসূন বাবুকে ফুল ছুঁড়ে স্বাগত জানান। প্রসঙ্গত, বালির প্রাচীন বুড়িমার মন্দিরে পূজো দিয়ে এদিন প্রচার শুরু করেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। এদিনের প্রচারে ভিড় ছিল চোখে পড়ার মতো। ঢাক বাজিয়ে বালি-বেলুড়ে পাড়ায় পাড়ায় প্রচার করেন প্রসূন বন্দ্যোপাধ্যায়।