কলকাতা, ৫ এপ্রিল:- নির্বাচন কমিশন আসন্ন লোকসভা নির্বাচনে ভোট কর্মীদের নতুন ভাতার হার জানিয়েছে। প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে জোনাল অফিসার, ভোট পরিচালনার দায়িত্বে কর্মীদের বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে ভাগ করে এই হার নির্ধারণ করা হয়েছে। কমিশন সূত্রের খবর, ভোটের কাজ বুঝে নেওয়ার জন্য কর্মীদের দু’দফায় ট্রেনিং দেওয়া হয়। প্রতি ভোট কর্মী পিছু মধ্যাহ্ন ভোজের জন্য এবারে বরাদ্দ অর্থের পরিমাণ মাথাপিছু ১৭০ টাকা। এছাড়াও লোকসভা নির্বাচনে প্রিসাইডিং অফিসাররা তিন দিনের ট্রেনিংয়ের জন্য ৩৫০ টাকা করে পাবেন। ভোটের সামগ্রী নিয়ে আসার জন্য চতুর্থ দিনও এবং পঞ্চম দিন অর্থাৎ ভোটের দিনও পাবেন ৩৫০ টাকা।
একইসঙ্গে একজন পোলিং অফিসারের তত্ত্ববধানে যে ক’জন কর্মী নিযুক্ত থাকবেন তাঁদের মাথা পিছু ৩০০ টাকা করে দেওয়া হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, পোল ডিউটিতে যে সকল প্রিসাইডিং অফিসাররা যুক্ত থাকবেন তাঁরা মোবাইল রিচার্জের জন্য ৫০ টাকা পাবেন। ভোটের কাজে নিযুক্ত অস্থায়ী কর্মীদের ট্রেনিং থেকে শুরু করে ভোট পর্ব পর্যন্ত ২০০ টাকা দেওয়া হবে। ভোটের কাজে ‘মাস্টার ট্রেনার’রা ট্রেনিংয়ের জন্য ৩৫০ টাকা করে পাবেন। যা সর্বোচ্চ ১০০০ টাকা হতে পারে। এছাড়াও সেক্টর অফিসার বাদে সেক্টর স্টাফরা যারা পোলিং ডিউটি ছাড়া ভোটের অন্য কাজে যুক্ত থাকবেন তাঁরা ২০০ টাকা পাবেন। তাঁদের কাজের দিনগুলিতে খাবারের বন্দোবস্তও করা হবে। অন্যদিকে, যে সকল পোলিং কর্মীরা রাতের কাজে যুক্ত থাকবেন তাঁরা অতিরিক্ত ১৫০ টাকা করে পাবেন। মধ্যাহ্নভোজের