হুগলি, ৫ এপ্রিল:- সিঙ্গুরে প্রচারে গিয়ে দই খেয়ে গরুর রচনা বলেছিলেন তৃনমূল প্রার্থী! যা নিয়ে হাজার মিম তৈরী হয়। কেন গরুর রচনা বলেছিলেন তার ব্যাখ্যা দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রচারে গিয়ে দলীয় কর্মির বাড়িতে একতা ভোজে যোগ দিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সিঙ্গুরে এত ঘাস গাছপালায় ভর্তি, সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে গরু, তাই তার দুধের দইও ভালো। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। মিমও তৈরী হয়। আজ বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন রচনা। সেখানেই প্রচন্ড গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়েন বাঁশবেড়িয়া পুরসভার পুর প্রধান আদিত্য নিয়োগী।সেই প্রসঙ্গে বলতে গিয়ে রচনা সিঙ্গুর প্রসঙ্গ টেনে এনে বলেন, চারিদিকে এত সবুজ, আজকের সিঙ্গুরের জমি সেই জমিতেই গরুরা ঘাস খাচ্ছে।
সেই জমির ফসল আমরাও খাচ্ছি। প্রতিটি বাড়িতে যে সবজি কিনছে সেই সিঙ্গুরের জমি থেকেই সবজি বেরোচ্ছে। সবাই সেটা খাচ্ছে।আমি সেটাই বলতে চেয়েছিলাম। আর তা নিয়ে মিম হয়ে গেলো। আমার মন থেকে যেটা মনে করি সেটাই আমি বলি। সবুজায়ন দরকার, পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য গাছ দরকার ঘাস দরকার। না হলে মানুষের মৃত্যু অবধারিত। যত গাছপালা হবে তত গরম কমবে। এটা যত তাড়াতাড়ি মানুষ বুঝবে তত তাড়াতাড়ি সবার ভালো হবে। আমরাও নিশ্চয়ই চেষ্টা করব সবুজায়নের জন্য।