এই মুহূর্তে কলকাতা

মুখ্যসচিবের সঙ্গে নবান্নে বৈঠক করলেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষক।

কলকাতা, ৪ এপ্রিল:- লোকসভা নির্বাচন নিয়ে বাংলা নিয়ে বেশি বারম্বার তৎপর হতে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনকে। এই আবহে বৃহস্পতিবার নবান্নে মুখ্যসচিব বি পি গোপালিকার সঙ্গে বৈঠকের সঙ্গে বৈঠক করলেন নির্বাচন কমিশনের বিশেষ সাধারণ পর্যবেক্ষক অলোক সিনহা। জানা গিয়েছে, তাদের মধ্যে প্রায় ৩০ মিনিট বৈঠক হয়েছে। তবে কি নিয়ে আলোচনা হয়েছে তা এখন জানা যায়নি। এদিন নবান্ন থেকে বেড়ানোর সময় নির্বাচন কমিশনের বিশেষ সাধারণ পর্যবেক্ষক অলোক সিনহা বলেন, “ আমি কমিশনের স্পেশাল অবজার্ভার। সেই জন্য প্রোটোকল মেনে মুখ্যসচিবের সঙ্গে এদিন বৈঠক হয়েছে।‘ জানা গিয়েছে, তাদের মধ্যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পঞ্চায়েত নির্বাচনের সময় যে হিংসার ঘটনা ঘটেছিল তা নিয়েই আলোচনা হয়।

বৃহস্পতিবার ছিল দ্বিতীয় পর্যায় মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন দার্জিলিং ১২, বালুরঘাট ৭, রায়গঞ্জ ১৫ জন মনোনয়ন জমা দিয়েছে। আগামী ২৬ এপ্রিল দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জে রয়েছে ভোটগ্রহণ পর্ব। পরিসংখ্যান অনুসারে এবার লোক সভা নির্বাচনে ভোটারের সংখ্যা ৭ কোটি ৬৯ লক্ষ। ১৫-১৮ বছরের মধ্যে রয়েছেন ১৫ ২৪৯৮৫ জন। ৮৫ ঊর্ধ্বে ভোটের দের সংখ্যা ৪৭৮৭১৯ জন। ১০০ বেশি বয়েসি ভোটার রয়েছেন ৩৫৪১ জন। রায়গঞ্জে রয়েছেন সবচেয়ে বেশি ১০০ ঊর্ধ্ব ভোটার। আসন্ন নির্বাচনে বিশেষ ভাবে অক্ষম ভোটার রয়েছেন ৪ লক্ষ ৯১ হাজার জন।