এই মুহূর্তে জেলা

তৃণমূল কাউন্সিলারের ছেলের ফ্লাট থেকে উদ্ধার কৌটো বোমা।

উঃ২৪পরগনা, ২৭ জুন:- কামারহাটি ৩৭ নম্বর আনোয়ার বাগানে মসজিদের কাছে তৃণমূলের কাউন্সিলর তার ছোট ছেলে চন্দন আনসারীর ফ্ল্যাট থেকে উদ্ধার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং বেলঘড়িয়া থানা যৌথ ভাবে। ৫০ টি কৌটো বোমা আতঙ্ক এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে নটা নাগাদ কামারহাটি ৩৭ নম্বর আনোয়ার বাগান মসজিদের কাছে নূর মোহাম্মদ তার বহুতল বাড়ির একতলা একদম কোনে একটি ঘর ভাড়া নিয়েছিল কালামউদ্দিন আনসারী ছোট ছেলে চন্দন আনসারী তার সেই ফ্লাটের থাকতো সাফিক আলম দেড় বছর ধরে এই ফ্ল্যাটে থাকত সে পেশায় গাড়ির গ্যারেজ তিন মাস এই ফ্ল্যাটে ছিল না গিয়েছিল বিহারে মেয়ের বিয়েতে তিন মাস পরে আজ বিকেলে ফিরে তখন পাশের ঘরের থেকে চাবির গোছা নিয়ে সেই তালা খুলে খুলে দেখতে পায় সাফিক আলম ঘরের মধ্যে একটি গ্যাস সিলিন্ডারের পাশে প্রচুর কৌটো বোম রয়েছে সে তখন বাড়িওয়ালাকে জানা বাড়িওয়ালার ছেলে নূর মোহাম্মদ কামারহাটি পুলিশ ফাঁড়িতে ফোন করে জানায় সেই খবর পেয়েই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং বেলঘড়িয়া থানার বিরাট পুলিশ বাহিনী আছে সেখান থেকে তাড়াতাড়ি করে বোম গুলোকে উদ্ধার করে তারা নিয়ে চলে যায় এলাকায় আতঙ্ক ছড়ায় এলাকার বাসিন্দা

রাজু মাষ্টার জানায় আমাদের এই অঞ্চল শান্তিপূর্ণ অঞ্চল এখানে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী কাজ চলছে পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব অবিলম্বে যারা এসব করছে তাদেরকে ধরে কঠোর শাস্তি দেওয়া হোক এবং এলাকায় তিনটে সিসি ক্যামেরা রয়েছে এখন দেখার পুলিশ প্রশাসন কত তাড়াতাড়ি এই বোম রাখার সাথে যুক্ত সমাজবিরোধীদের কে পুলিশ ধরতে পারে কারণ যেহেতু সিসি ক্যামেরা আছে পুলিশের এই সমাজবিরোধীদের ধরতে তদন্তের ক্ষেত্রে অনেকটাই সুবিধে হবে বাড়ির মালিকের ছেলে সে জানায় আমরা আতঙ্কের মধ্যে আছি প্রায় ২৫ থেকে ৩০ টা ভাড়াটে আছে যদি কোনো রকমে বাস্ট করত তবে বড় দুর্ঘটনা ঘটতো এতগুলো কৌটো বোমা এবং তার মধ্যে গ্যাস সিলিন্ডার ছিল বাস্ট না করার ফলে বড় দুর্ঘটনা থেকে এই বহুতলের মানুষটা রক্ষা পেল দীর্ঘদিন ধরেই কামারহাটি অঞ্চলে সমাজবিরোধীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে একবার যদি পুলিশ প্রশাসন এই সব ধরনের লোক কে কঠোর শাস্তি দেয় তবে নতুন করে যারা হওয়ার চেষ্টা করছে তারা আর এই পথে যাবে না আশা করব পুলিশ প্রশাসন যারা এই ধরনের ঘটনা ঘটেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং কঠিন শাস্তি দেবে