এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সম্পর্কে জানতে এবার ওয়েবসাইট।

কলকাতা ২৬ মার্চ:- কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ নিয়ে অভিযোগ নিরসনে এবার নির্বাচন কমিশন এই সংক্রান্ত সমস্ত তথ্য ওয়েব সাইটের মাধ্যমে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সামনে তুলে ধরছে। ceowestbengal.nic.in-এই ওয়েবসাইটে প্রবেশের পর রুটমার্চ নামে একটি অংশে ক্লিক করলেই সবাই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সম্পর্কে জানতে পারেন। যদি কোনও ব্যক্তি বা দল মনে করেন কোনও নির্দিষ্ট জায়গায় রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাচ্ছে না, বা রুট মার্চ করাচ্ছে না

তা-হলে জেলার নির্বাচনী আধিকারিকের কাছে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। জানা গেছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ নিয়ে কমিশনের কাছে অনেক অভিযোগ আসছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চে স্বচ্ছতা আনতে সমস্ত তথ্য কমিশন ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলোর কাছে এই প্রথম তুলে ধরতে শুরু করল।