এই মুহূর্তে জেলা

পরিবার সহায়তা প্রকল্পের মৃতের বিধবা স্ত্রীদের হাতে তুলে দিলো রিষড়া পৌরসভা।


তরুণ মুখোপাধ্যায় , ২৪ আগস্ট:- পরিবার সহায়তা প্রকল্পের এককালীন চল্লিশ হাজার টাকা মৃতের বিধবা স্ত্রীদের হাতে তুলে দেয়া হলো। আজ তৃণমূল পরিচালিত রিষড়া পৌরসভার ডক্টর নারায়ণ চন্দ্র ব্যানার্জি অধিবেশন কক্ষে এই সহায়তা চেক তুলে দিলেন রিষড়া পৌরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিস্র। অনুষ্ঠানে বিজয়বাবু বলেন যে আজকে আমাদের সরকার যে মানুষের পাশে আছেন আমাদের দিদি যে গরীবদের পাশে আছেন তার নিদর্শন স্বরূপ এই চেক তাদের হাতে তুলে দেয়া হলো। বিপিএল তালিকাভুক্ত এইসব গরিব মানুষদের হাতে এককালীন চল্লিশ হাজার টাকা দেওয়ায় খুশি প্রাপকরা। তারা জানান এ রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে গরিব মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন যেভাবে গরিব মানুষের কষ্ট অনুধাবন করছেন তা নজিরবিহীন। আমরা আশা করব আগামী দিনেও তার এই জনমুখি প্রকল্প গুলো চালু থাকবে। আজকের অনুষ্ঠানে বিজয় সাগর মিস্র ছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসক বোর্ডের মেম্বার ও প্রাক্তন উপপ্রধান জাহিদ হাসান খান, কো-অর্ডিনেটর মনোজ গোস্বামী, শুভজিৎ সরকার, মনোজ সাউ, অভিজিৎ দাস সহ অন্যান্য কো-অর্ডিনেটরবৃন্দ।