এই মুহূর্তে জেলা

কল্যাণ ওভারকনফিডেন্ট, প্রচারে বেরিয়ে কটাক্ষ সিপিএম প্রার্থীর।


হুগলি, ১৯ মার্চ:- প্রার্থী ঘোষণার পর থেকেই প্রচারে নেমেছেন শ্রীরামপুর লোকসভার বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর। আজ শ্রীরামপুরে চাতরার কানাইদেয়ানতলা ও শ্রীরামপুর পুরসভার এক ও দুই নম্বর ওয়ার্ডের পায়ে হেঁটে প্রচার করেন তিনি।সাধারণ মানুষের কাছে গিয়ে ভোটের জন্য আশীর্বাদ কুড়ায় পার্থী। প্রচারে নেমে দীপ্সিতা ধর বলেন যে মানুষ আমাদের শুনতে পাচ্ছেন দুর্নীতির বিরুদ্ধে ভোট করুন তৃণমূল বিজেপি দুজনে মিলে দুর্নীতির সরকার তৈরি করেছেন তারা মানুষ মারছেন মানুষ মারার সরকারের পতন ঘটে বামপন্থীরা যাতে সরকারে আসে সেই চেষ্টা করুন।

তিনি আরো বলেন কল্যাণ ব্যানার্জি ওভার কনফিডেন্সে আছেন উনার মনে হচ্ছে মানুষ ওনাকে এমনি ভোট দেবেন কিন্তু যে মানুষ উনাকে ১৫ বছর সাংসদ কে দেখলেন না, নির্বাচনের আগেও যদি তাকে না দেখেন তাহলে আমার মনে হয় না যে মানুষ এত বোকা যাকে তারা সঙ্গে পান না তাকে মানুষ আবার ভোট দেবে।