এই মুহূর্তে জেলা

গার্ডেনরিচ-কাণ্ডের জের, অবৈধ নির্মাণ বন্ধ করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে হাওড়া পুরসভা।

হাওড়া, ২০ মার্চ:- গার্ডেনরিচে নির্মীয়মাণ বাড়ি ভেঙে দুর্ঘটনার পরে এবার নড়েচড়ে বসলো হাওড়া পুরসভা। অবৈধ নির্মাণ বন্ধ করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে তারা। শহরের অবৈধ বাড়ির তালিকা দু-সপ্তাহের মধ্যে তৈরি করা হচ্ছে। পুলিশ ও পুরসভার আধিকারিকদের নিয়ে তৈরি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। সমস্ত নির্মীয়মাণ বাড়ির সামনে তার পুরসভার অনুমোদিত নকশা টাঙিয়ে রাখতে হবে। অবৈধ নির্মাণ বন্ধের নোটিশ সংশ্লিষ্ট বাড়ির সামনে লাগিয়ে দেওয়া হবে। পুরো বিষয়টি দেখভালের জন্য প্রতি বরোতে ওয়ার্ডভিত্তিক নজরদারি দল তৈরি করা হচ্ছে।

তাঁরা এলাকায় ঘুরে ঘুরে রিপোর্ট তৈরি করে বরোতে জমা দেবেন। সেই অনুযায়ী পদক্ষেপ নেবে হাওড়া পুরসভা। বুধবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী বলেন, গত তিন মাসে হাওড়া শহরে ২৫টি অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে। গত প্রায় ৩০ বছর ধরে হাওড়া শহরে অবৈধ নির্মাণ তৈরি একটা অভ্যাসে পরিণত হয়েছিল। আমরা গত ১০ বছর ধরে এই অভ্যাস বন্ধের আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। এটা খুবই কঠিন কাজ। তবে আমরা এই অভ্যাসের বদল করবই।