এই মুহূর্তে জেলা

চায়ে-পে চর্চায় জনসংযোগ হুগলির বিজেপি প্রার্থী লকেটের।

হুগলি, ৩ মার্চ:- চায়ে পে চর্চা চন্দননগর রানী ঘাটে,স্ট্যান্ডে হেঁটে জন সংযোগ লকেট চট্টোপাধ্যায়ের।গতকাল নাম ঘোষনার পর আজ দুপুর থেকে প্রচার শুরু করে দেন হুগলির বিজেপি প্রার্থী।চুঁচুড়া মিত্র বাগান এলাকায় দেওয়াল লিখে শুরু হয় প্রচার।এরপর বিকালে চন্দননগর রানী ঘাটে দলীয় কর্মিদের নিয়ে বসেন লকেট।হাতে চায়ের ভাঁড় নিয়ে চলে আলোচনা।এরপর চন্দননগর স্ট্যান্ডে হেঁটে জনসংযোগ করেন। লকেট চট্টোপাধ্যায় বলেন,আমরা প্রস্তুত হয়েছি হুগলি কেন্দ্র নরেন্দ্র মোদিকে আবারও উপহার দিতে।

তারই অঙ্গ হিসাবে আজ চায়ে পে চর্চা হল।অনেক আগে নাম ঘোষণা হওয়ায় একটু বেশি করে সময় পাবো।আরো দেশি করে মানুষের কাছে যেতে পারব। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্তফা প্রসঙ্গে বলেন,দেখা যাক আগামী দিনে অনেক চমক থাকবে। সাংসদ কোটার টাকায় অনেক কাজ হয়েছে গত পাঁচ বছর। চুঁচুড়ার বিধায়ক কোটি কোটি টাকা দূর্নীতি করেছন ওনার বাড়ি যেকোনো দিন ইডি সিবিআই হাজির হবে।