এই মুহূর্তে জেলা

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্যুতে মুখ খুললেন বাবুল।

হাওড়া, ৩ মার্চ:- ওনার পলিটিকাল মুখোশটা আজকে সবার সামনে খুলে গেছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আগামী দিনে রাজনীতিতে আসা প্রসঙ্গে হাওড়ায় মন্তব্য মন্ত্রী বাবুল সুপ্রিয়’র। বাবুল বলেন, রাজনীতিতে আমার জ্ঞান সীমিত। কিন্তু উনি নিজেকে আজকে একজন জোকারে পরিণত করলেন। ওনার হাই মরাল গ্রাউন্ডটা তৈরি করার চেষ্টা করছেন তিনি। উনি যে দলে যাবেন বলে নেতাদের সঙ্গে আলোচনা করছেন সেই দলে গিয়ে উনি আগে চোরেদের গরাদে ভরুন। এই প্রসঙ্গে মহারাষ্ট্রের ‘দুর্নীতিবাজ’ নেতাদের বিষয় তুলে ধরেন বাবুল।