হাওড়া , ২০ মে:- পাশে আছি’ এই বার্তা তুলে ধরে করোনাকালে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল হাওড়া সিটি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হাওড়ার মালিপাঁচঘড়া থানার উদ্যোগে কমিউনিটি কিচেন প্রকল্পের শুভ সূচনা হয়। এর সূচনা করেন হাওড়ার নগরপাল সি সুধাকর। উপস্থিত ছিলেন মালিপাঁচঘড়া থানার আইসি অমিত কুমার মিত্র সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এ ব্যাপারে হাওড়া সিটি পুলিশের কমিশনার সি সুধাকার জানান, এই প্রকল্পে প্রতিদিন দেড়শো মানুষকে দু’বেলা খাবার দেওয়া হবে। যতদিন লকডাউন চলবে ততদিন মানুষকে খাবার দেওয়া হবে। এদিকে, উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী জানান, প্রথমে ৬০ জন দিয়ে শুরু করা হলো। হাওড়া সিটি পুলিশ এই উদ্যোগ নিয়েছে যতদিন লকডাউন থাকবে ততদিন খাবার দেওয়া হবে। বাংলার প্রতিটি দুস্থ মানুষের মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া হলো পুলিশের মাধ্যমে। এটাই মানবিক সরকার।