এই মুহূর্তে জেলা

চুরির ২৪ ঘণ্টার মধ্যেই কিনারা, চশমা কারখানার মেশিন উদ্ধার চাঁপদানিতে।

প্রদীপ বসু, ১৭ ফেব্রুয়ারি:- চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে চশমা কারখানার ১০ টি মেশিন উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিল হুগলির চাপদানি টিওপির পুলিশ। চাপদানির পি বি এম রোডের বাসিন্দা সাহিদ মিরাজের বাড়িতে রয়েছে চশমার কারখানা। ওই কারখানা থেকে ১৩ ০২ ২০২৪ তারিখ রাতে ১০ টি অপটিক্যাল মেশিন চুরি হয়। এই অভিযোগ পেয়ে চাপদানি টিওপির জোনাল অফিসার কার্তিক দে তার টিম নিয়ে এলাকা ও এলাকার বাইরে তল্লাশি অভিযান চালায়।

গোপন সূত্রে খবর পেয়ে চাপদানির পার্শ্ববর্তী এলাকা থেকে চোর সহ ১০ টি অপটিক্যাল মেশিন উদ্ধার করে চশমা কারখানার মালিকের হাতে ফিরিয়ে দিল জোনাল অফিসার। চুরি যাওয়া সামগ্রি পেয়ে চাপদানি টিওপিকে ধন্যবাদ দিলেন সাহিদ মিরাজ। পাশাপাশি চাপদানি পৌরসভার ১৯ নং ওয়ার্ড এর কাউন্সিলর সুরজ গুপ্তা এই খবর পাওয়া মাত্র চলে আসে পুলিশ ফাঁড়িতে। তিনি পুলিশের কাজের প্রশংসা করেন। এবং আশাবাদী দুষ্কৃতিরা এই ঘটনার পর সতর্ক হবে।