এই মুহূর্তে খেলাধুলা

অনুশীলনে ফিরছে ভবানীপুর ও মহামেডান, নিয়ম-বিধি মেনে অনুশীলন।

স্পোর্টস ডেস্ক , ১৯ আগস্ট:- মার্চ মাসে লকডাউন শুরু হওয়ার পর থেকেই ময়দান বন্ধ। কেউ ময়দানে খেলার অনুমতি পায়নি। কিন্তু শীঘ্রই শুরু হবে দ্বিতীয় ডিভিশন আইলিগের খেলা। বাংলার দু’টি দল ভবানীপুর ও মহামেডান দ্বিতীয় ডিভিশন আইলিগে খেলবে। তাই এই দু’টি দলকে প্র‌্যাকটিস করার অনুমতি দিল সরকার।এদিন দু’টি দলের প্রতিনিধিরা হাজির ছিলেন। ভবানীপুরের পক্ষ থেকে কোচ শংকরলাল চক্রবর্তী গেলেও মহামেডান থেকে এসেছিলেন ক্লাব সচিব ওয়াসিম আক্রম। সকলের সামনে নিজস্ব দপ্তরে বসে রাজ্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়ে দেন, স্পেশ্যাল অনুমতি হিসাবে এই দু’টি দলকে প্র‌্যাকটিস করার সুযোগ দেওয়া হচ্ছে। দু’টি দল চাইলে মাঠে নেমে যেতে পারে। তবে যাবতীয় বিধিনিষেধ মেনে চলতে হবে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলছিলেন, “আন্তরিকভাবে চাই, দু’টি দলের মধ্যে একটা দল আই লিগের মূলপর্বে খেলুক। তাই ব্যক্তিগত উদে্যাগ নিয়ে দু’টি দলকে প্র্যাকটিসের ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু যাবতীয় বিধিনিষেধ মেনে চলতে হবে দু’টি দলকে। যারা নিয়ম ভঙ্গ করবে তাদের কিন্তু প্র‌্যাকটিস করতে দেওয়া হবে না।”