কলকাতা, ১ জানুয়ারি:- রাজ্য শিক্ষা দফতরের উদ্যোগে সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে স্টুডেন্টস উইক। ২ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত রাজ্যের সব স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে এই বিশেষ সপ্তাহ। স্কুল-কলেজে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে স্টুডেন্টস উইক পালনের গাইডলাইন। প্রতিষ্ঠানগুলিও বেশ উৎসাহিত বিষয়টি নিয়ে। কলকাতায় নিউ আলিপুর কলেজ এবং হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন যৌথভাবে স্টুডেন্টস উইকের কর্মসূচি নিয়েছে। তার মধ্যে কেরিয়ার সংক্রান্ত বক্তৃতা, পোস্টার তৈরি ও আবৃত্তি প্রতিযোগিতা, ভ্যালু এডুকেশন এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সেমিনার এবং ওয়েবিনার প্রভৃতি রয়েছে।
ডেন্টস উইকের অন্যতম প্রধান বিষয় হল স্টুডেন্টস ক্রেডিট কার্ড তথা শিক্ষা বিষয়ক সরকারি অন্যান্য প্রকল্পগুলিকে ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়া। সেটা সমস্ত স্কুল এবং কলেজকেই করতে হবে। অনেক পড়ুয়া বা তাদের অভিভাবকের সরকারি প্রকল্প নিয়ে সম্যক জ্ঞান না থাকায় তাঁরা সেগুলির সুবিধা থেকে বঞ্চিত হন। তা যাতে না হয়, সেকারণেই এই ব্যবস্থা। যদিও, বেশ কিছু স্কুল শিক্ষকের দাবি, গাইডলাইন একেবারেই শেষ মুহূর্তে এসেছে। সপ্তাহজুড়ে যে বিপুল কর্মসূচি আয়োজনের কথা বলা হয়েছে, তা এত কম সময়ের নোটিসে আয়োজন করা সম্ভব নয়। তবে যতটা সম্ভব করা যায় তার আয়োজন করা হচ্ছে। উল্লেখ্য এদিন সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে রাজ্যের পড়ুয়া তথা স্টুডেন্টসদের অভিনন্দন জানিয়েছেন এই স্টুডেন্টস উইক উপলক্ষ্যে।