এই মুহূর্তে জেলা

এখনো চলছে উদ্ধারকাজ, দুপুর পর্যন্ত উদ্ধার একজনের দেহ। নিখোঁজ ৪।

হাওড়া, ৯ ফেব্রুয়ারি:- বৃহস্পতিবারের নৌকাডুবির ঘটনায় এখনো চলছে উদ্ধারকাজ। শুক্রবার দুপুর পর্যন্ত উদ্ধার হয়েছে এক মহিলার দেহ। নিখোঁজ আরও ৪। পুলিশ সূত্রে জানা গেছে, সুনন্দা ঘোষ (৪৫) নামের নিখোঁজ এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে NDRF. নৌকাডুবির ঘটনায় নিঁখোজদের খোঁজে রূপনারায়ণে এদিন সকালেও তল্লাশি চালায় এনডিআরএফ, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। বৃহস্পতিবার হাওড়ার বেলগাছিয়া থেকে ১৮ জনের একটি দল ঘাটাল দাসপুরের ত্রিবেণী পার্কে পিকনিক করতে যান। ফেরার পথে রূপনারায়ণের মাঝে নৌকাডুবি হয়।

স্থানীয়দের চেষ্টায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। শুক্রবার সকালে এক মহিলার দেহ উদ্ধার হয়। ৪ জন এখনও নিঁখোজ। প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় পিকনিক সেরে ফেরার পথে রূপনারায়ণ নদে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটে। সন্ধ্যায় হাওড়ার বাগনান থানা এলাকার বাকসীহাটের কাছে রূপনারায়ণ নদের উপর ওই ঘটনা ঘটে। হাওড়ার বেলগাছিয়া থেকে একটি দল পিকনিক করতে বাকসীহাটের অপরপ্রান্ত দুধকোমরার ত্রিবেণী পার্কে এসেছিলেন। ফেরার পথে আচমকাই নৌকাটি উল্টে যায়। ১৩ জনকে রাতেই উদ্ধার করা সম্ভব হয়।