এই মুহূর্তে কলকাতা

চা বাগানে শ্রমিকদের মালিকানার দাবিতে বিধানসভায় বিক্ষোভ বিজেপির।

কলকাতা, ৯ ফেব্রুয়ারি:- চা বাগানের শ্রমিকদের জমির মালিকানার দাবিতে বিজেপি পরিষদীয় দল আজ বিধানসভায় বিক্ষোভ দেখায়। চা বাগানে শ্রমিকদের পাট্টা দেওয়ার পরিবর্তে জমির মালিকানা দেওয়ার দাবিতে পরিষদীয় দল আজ বিধানসভায় মূলতবী প্রস্তাব আনে। অধ্যক্ষ সেই প্রস্তাব পাঠ করতে দিলেও আলোচনার দাবি খারিজ করে দেন। সেই সময় বিজেপি বিধায়করা অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করে এবং বাইরে দলের মুখ্য সচেতক মনোজ টিজ্ঞার নেতৃত্বে বিক্ষোভ দেখান। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিক্ষোভে যোগ দিয়ে বলেন, চা শ্রমিকরা জমির মালিকানা চায়।

এতদিন তাদের বাড়িগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব মালিকদের হাতে ছিল। এখন তাদের নিজেদের সেই দায়িত্ব নিতে হবে। রাজ্য সরকার ভোটের আগে চা শ্রমিকদের যে ১ লক্ষ ২০ হাজার টাকা দিচ্ছে, তার জন্য বিগত বছরে লেবার ওয়েলফেয়ার বোর্ড থেকে আড়াইশো কোটি টাকা সরানো হয়েছে। তাই এটাও এক ধরনের আর্থিক নয়ছয়। শ্রী অধিকারী জানান, বিজেপি সরকার ক্ষমতায় এলে এক মাসের মধ্যে চা বাগানে শ্রমিকদের জমির মালিকানা দেওয়া হবে।