এই মুহূর্তে কলকাতা

বিধানসভায় বাজেট প্রস্তাবের ওপর আলোচনায় শাসক বিরোধী উভয়ই।


কলকাতা, ৯ ফেব্রুয়ারি:- রাজ্য বিধানসভায় গতকাল পেশ হয়েছে আগামী আর্থিক বছরের বাজেট প্রস্তাব। আজ অধিবেশনের দ্বিতিয়ার্ধে ওই বাজেট প্রস্তাবের ওপর তিন ঘণ্টা আলোচনা হয়। শাসক ও বিরোধী দলের সদস্যরা বাজেট প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন। বিশিষ্ট অর্থনীতিবিদ বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি, শঙ্কর ঘোষ প্রমূখ বিজেপি বিধায়করা রাজ্য বাজেটকে অন্তঃসার শূন্য নির্বাচনী চমক আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেন। বাজেট বিতর্কের সূচনা করে অশোক বাবু বলেন, লোকসভা ভোটের আগে সরকার মানুষের মন জয় করতে বাজেটে সান্টাক্লজের রূপ ধারণ করেছে। এই সব জনমোহিনী প্রকল্পের জন্য অর্থের সংস্থান কোথা থেকে হবে তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। শঙ্কর ঘোষ সহ বিজেপি বিধায়করা ক্যাগ রিপোর্টের প্রসঙ্গ তুলে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন।

এদিকে শোভনদেব চট্টোপাধ্যায়, দেবব্রত মজুমদার, হুমায়ুন কবিরের মতো সরকারপক্ষের বিধায়করা বাজেটের সমর্থনে বক্তব্য রাখেন। দেবব্রত মজুমদার কেন্দ্রীয় বাজেটের সঙ্গে রাজ্য বাজেটের তুল্যমূল্য আলোচনা করেন। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার বাজেটে সারের ওপর ভর্তুকি ছাঁটাই করেছে। কেন্দ্র সরকার শিক্ষা, তফশিলি উন্নয়নে গত বছরের বাজেট বরাদ্দের পুরোটা খরচ করতে পারেনি। বাজেট প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, রাজ্য বাজেটে সমাজের সর্ব স্তরের মানুষের কথাই বলা হয়েছে। সরকারি পরিষেবা পেতে মানুষকে এখন আর প্রশাসনের দরজায় যেতে হয়না।রাজ্যের বিভিন্ন প্রকল্পের সাফল্যকে কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। কৃষকদের আয় তিনগুণ বেড়েছে। ধান উত্পাদনে রাজ্য এক নম্বর স্থানে পৌঁছে গেছে। আগামীকালও বিধানসভায় বাজেট প্রস্তাবের ওপর দুঘণ্টা আলোচনা হবে। তার পর অর্থমন্ত্রী তাঁর জবাবী ভাষণ দেবেন।