হাওড়া, ২৯ অক্টোবর:- মদের আসরে বচসাকে কেন্দ্র করে বন্ধুদের হাতে আক্রান্ত আরেক বন্ধু। গুরুতর আহত তন্ময় দাস নামের এক যুবক। অভিযুক্তদের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর ও পাল্টা মারধর করে গ্রামবাসীরা। হাওড়ার ডোমজুড়ের নিবরা দাসপাড়ার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ। এদিকে, তন্ময় দাসকে মারধরের ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। শনিবার রাতের এই ঘটনায় রবিবার সকাল থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।