এই মুহূর্তে জেলা

‘পাগলা’ কুকুরের পর এবার হনুমান। আতঙ্ক হাওড়ায়।

হাওড়া, ৯ ফেব্রুয়ারি:- পাগলা কুকুরের পর এবার হনুমানের আক্রমণে অতীষ্ট এলাকার মানুষ। হাওড়ার জগৎবল্লভপুর ও পার্শ্ববর্তী এলাকা আমতার বেশ কিছু গ্রামের মানুষ এখন কার্যত হনুমানের আতঙ্কে গৃহবন্দী। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সাত দিনে দুটি এলাকায় হনুমানের কামড়ে আক্রান্ত হয়েছেন কম করে ৩০ জন। জগৎবল্লভপুরের গোবিন্দপুর ও আমতা-১ গ্রাম পঞ্চায়েতের বালিচক, সাহাচক সহ একাধিক গ্রামে এখন হনূমান আতঙ্কে ভীত এলাকার মানুষ।

আমতা গ্রামীণ হাসপাতাল ও গাববেরিয়া হাসপাতালে চিকিৎসাধীন বহু মানুষ। বন দফতরকে জানানো হয়েছে। তবে, কাজের কাজ কিছু হয়নি বলে দাবি গ্রামবাসীদের। দিনের বেলায় ঘরে ঢুকে আক্রমণ, রাস্তায় লোক দেখলেই চলছে আক্রমণ। কবে এই হনুমানের তান্ডব থেকে রেহাই মিলবে উত্তর অজানা।