এই মুহূর্তে জেলা

নাকায় আটক এক লক্ষ টাকা।

হুগলি, ২ মে:- শ্রীরামপুর থানার পুলিশ নির্বাচন কমিশনের স্যাটিক সার্ভেলিয়ান্স টিম নিয়ে শ্রীরামপুর ও সিঙ্গুর থানার সীমানা এলাকায় নাকা করছিল আজ দুপুরে। সেসময় সিঙ্গুরের দিক থেকে একটি মোটর বাইক নিয়ে বৈদ্যবাটির দিকে যাচ্ছিলেন এক বাইক আরোহী। চাঁপসারার কাছে নাকায় সেই বাইক আটকানো হয়। বাইক আরোহীর ব্যাগ তল্লাসীতে এক লক্ষ টাকা উদ্ধার হয়।

টাকা কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তার সন্তোষজনক উত্তর দিতে না পারায় আপাতত ওই টাকা বাজেয়াপ্ত করা হয়। হুগলির তিনটি লোকসভা কেন্দ্রে ভোট আগামী ২০ মে। তার আগে জেলার বিভিন্ন জায়গায় নাকা তল্লাসী চালানো হচ্ছে।চন্দননগর পুলিশ ও হুগলি গ্রামীন পুলিশের পক্ষ থেকে নাকায় হাজির থাকছেন নির্বাচন কমিশনের লোকজন। কয়েকদিন আগে রিষড়ার বাগখাল এলাকা থেকে তিন লাখ টাকা উদ্ধার করে এসএসটি টিম।