হুগলি, ২ ফেব্রুয়ারি:- সময়ের পরিবর্তন হয়েছে এবছর মাধ্যমিক পরীক্ষার। বারোটার পরিবর্তে সকাল দশটায় পরীক্ষা শুরু হবে।তাই সকাল সকাল পরীক্ষা কেন্দ্রে হাজির পরীক্ষার্থীরা। রোল নম্বর মিলিয়ে ঘর খুঁজে নেওয়া চলছে।কেউ কেউ শেষ বার চোখ বুলিয়ে নিচ্ছে বই এর পাতায়।
অভিভাবকরা ছেলে মেয়েদের জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে তাদের নিয়ে উপস্থিত পরীক্ষা কেন্দ্রে। হুগলি জেলায় মোট ১৪২ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থী ৪৮,১৯২ জন।ছাত্র ২১.০৮৮ ছাত্রী ২৭,১০৪ জন।