এই মুহূর্তে কলকাতা

দিল্লি সফরে গিয়ে বঙ্গভবন ছেড়ে বেসরকারি হোটেলে উঠলেন রাজ্যপাল।

কলকাতা, ১ ফেব্রুয়ারি:- নিজেকে মনে প্রাণে বাঙালি বলে দাবি করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অথচ বাংলার সরকারি অতিথিশালা তাঁর না পসন্দ। তাই দিল্লি সফরে গিয়ে বঙ্গভবন ছেড়ে উঠলেন বেসরকারি হোটেলে। পরে তল্পিতল্পা বেঁধে চললেন নৌসেনার গেস্ট হাউজে। পূর্ব নির্ধারিত সূচির একদিন আগে বৃহস্পতিবারই দিল্লিতে পৌঁছেছেন বোস। রাজভবন সূত্রে খবর, যাওয়ার আগে তাঁর সচিবালয়ের তরফে বঙ্গভবনে রাজ্যপালের জন্য রুম বুক করা হয়। কিন্তু সূত্রের খবর, রাজ্যপাল বঙ্গভবনে গেলেও সেখানে থাকতে রাজি হননি। তাঁর ঘর পছন্দ হয়নি। তাই বঙ্গভবন ছেড়ে বেরিয়ে গিয়ে তিনি একটি হোটেলে উঠেছেন। নয়াদিল্লিতে কনটপ্লেসের কাছে হেইলি রো়ডে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অতিশালা। নাম বঙ্গভবন।

এই অতিথিশালার অবস্থানগত সুবিধা অনেক। সংসদ ভবন থেকে লুটিয়েন দিল্লির অফিস কাছারি, নয়াদিল্লি রেল স্টেশন, কনটপ্লেস—সবই খুব কাছে। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন বরাবর দিল্লিতে গেলে বঙ্গভবনেই উঠতেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর বহুবার বঙ্গভবনে গিয়েছেন ঠিকই, কিন্তু সেখানে সম্ভবত কখনও রাত কাটাননি। কারণ, নয়াদিল্লির সাউথ অ্যাভেনিউতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরকারি বাংলোতে গিয়ে থাকেন তিনি।নয়াদিল্লিতে বঙ্গভবন খুব বিলাসবহুল না হলেও আধুনিক স্বাচ্ছন্দ্য সবই রয়েছে। তবে রাজ্যপালের কেন তা পছন্দ হয়নি, তার ব্যাখ্যা পাওয়া যায়নি। একটি সূত্রের দাবি, রাজ্যপাল যে ধরণের রুম চেয়েছিলেন, সেটা তাঁকে দেওয়া হয়নি বলে তিনি থাকতে চাননি।