এই মুহূর্তে দেশ

ওড়িশায় মালগাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কায় লাইনচ্যুত করমন্ডল এক্সপ্রেস, বাতিল পুরীগামী বহু ট্রেন।

ওড়িশা, ২ মে:- ওড়িশায় মালগাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কায় লাইনচ্যুত হলো আপ করমণ্ডল এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি। এদিন সন্ধ্যা নাগাদ বালাসোর জেলার বাহানগা বাজারের কাছে লাইনচ্যুত হয় ওই ট্রেন। ঘটনায় কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন অনেক যাত্রী। দুর্ঘটনার জেরে পুরীগামী বহু ট্রেন বাতিল করা হয়েছে।ওড়িশার বালাসোরের কাছে ভয়াবহ ওই ট্রেন দুর্ঘটনা হয়।

শালিমার থেকে ছেড়ে আসা করমন্ডল এক্সপ্রেসের পণ্য ট্রেনের সাথে সংঘর্ষ হয়। অনেক বগি উল্টে যায়। করমণ্ডল এক্সপ্রেসে বাংলা থেকে প্রচুর মানুষ ভেলোরে চিকিৎসার জন্য যান। ফলে এ রাজ্যেরও বহু মানুষ ওই ট্রেনে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও কতজন মানুষ ভিতরে আটকে রয়েছেন তা খতিয়ে দেখার চেষ্টা চলছে। যাত্রীদের নিরাপদে বের করে আনতে সবরকম চেষ্টা করছেন উদ্ধারকারী দল।