এই মুহূর্তে জেলা

ব্যারাকপুরে বিজেপির সিপি অফিস ঘেরাওকে কেন্দ্র করে রণক্ষেত্র।


উঃ২৪পরগনা, ২৯ জানুয়ারি:- পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। জল কামান ও টিয়ার গ্যাস শান্তিপূর্ণ মিছিলের ওপরে চালানো হয় বললেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশ প্ররোচনা দিয়েছে এছাড়াও ছেলে পুলিশরা মেয়েদের গায়ে হাত দিয়েছে বলে জানান। বিজেপি নিরীহ শান্ত নয় উপযুক্ত সময় উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানালেন সুকান্ত মজুমদার। কোর্টের টেনে নিয়ে যাবো বলেও হুঁশিয়ারি দেন ভাটপাড়া থেকে টিটাগর পর্যন্ত যখন অরজগতের চরম পর্যায়ে পৌঁছে যায় ডাকাতি খুন রাহাজানি চলে তখন এই পুলিশ তাদের ভূমিকা নিয়ে প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাচ্ছে।

এই মিছিলে পুলিশ তোমার জন্য পুলিশ তিনটে ব্যারিকেট পর্যন্ত রাস্তায় করে রাখে পুলিশের রনংদেহি মুহূর্ত দেখে মনে হচ্ছে এখানে কোন যুদ্ধ বা আফগানিস্তান থেকে কোন যুদ্ধক্ষেত্র বলে মনে হয় এ মিছিলে বহু মহিলাসহ বিজেপি কর্মী আহত হয় বলে জানান এবং বেশ কিছু কর্মীকে হাসপাতালে নিয়ে যেতে হয় সর্বশেষ কথা অনুযায়ী সুকান্ত মজুমদার বলেন কোর্টে টেনে নিয়ে যাব পুলিশকে এবং তখনই পুলিশের ক্ষমতা যাচাই করা হবে।