এই মুহূর্তে জেলা

শাহজাহান কোথায় তার উত্তর পুলিশ মন্ত্রী দিতে পারবেন, বললেন মীনাক্ষী।


হাওড়া, ২৭ জানুয়ারি:- হাওড়ার সাঁতরাগাছি প্রেস কোয়ার্টার মাঠে ডিওয়াইএফআই এর দু’দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টে শনিবার উপস্থিত ছিলেন দলের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি। তিনি এদিন সাংবাদিকদের বলেন, মমতা কি বললেন সেটা বড়ো কথা নয়, তার থেকেও বড়ো কথা উনি কি করলেন ? উনি শাহজাহান করেছেন। বাকিবুর করেছেন। জ্যোতিপ্রিয় করেছেন।

পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য করেছেন। এটাই আমাদের দু:খ, কষ্ট আর সমস্যা। শাহজাহান কোথায় আছেন সেটার উত্তর তারাই দিতে পারবেন যারা শাহজাহানকে তৈরি করেছেন। এর উত্তর পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো দিতে পারবেন। মীনাক্ষী আরও বলেন, মাঠ যত বড়ো হয় খেলা ততই ফেয়ার হয়। আমরা ফেয়ার চান্স চাইছি।