এই মুহূর্তে জেলা

সাঁকরাইল গাঁজা উদ্ধার-কান্ডে বিজেপি পঞ্চায়েত সদস্যার স্বামী সহ ধৃতদের তোলা হলো আদালতে।


হাওড়া, ১৪ জানুয়ারি:- সাঁকরাইল গাঁজা উদ্ধার-কান্ডে গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যার স্বামী সহ তার দুই সাগরেদকে গাঁজা নিয়ে ব্যবসা করার অপরাধে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা গ্রেপ্তার করে। শনিবার সাঁকরাইলের নবঘরা সরদারপাড়ায় হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের একটি দল হানা দেয়। উদ্ধার হয় ৪১ কেজি গাঁজা। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের রবিবার হাওড়া আদালতে তোলা হয়।