এই মুহূর্তে জেলা

হাওড়ায় কার্নিভালের আগে পরিদর্শনে জেলা প্রশাসনের আধিকারিকরা।


হাওড়া, ৫ অক্টোবর:- হাওড়ায় এবছরের পুজো কার্নিভালের আগে শনিবার তৃতীয়ার দিন ফোরশোর রোড পরিদর্শন করলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। হাওড়ার নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী, যুগ্ম কমিশনার কে শবরী রাজকুমার, হাওড়ার জেলাশাসক পি দীপাপপ্রিয়া, পুরসভার মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী, পুর কমিশনার বন্দনা পোখরিওয়াল সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, কার্নিভাল উপলক্ষে প্রতি বছরের মতো যা যা নিরাপত্তা নেওয়া হয় সেভাবেই নিরাপত্তা নেওয়া হচ্ছে। পর্যাপ্ত সিসিটিভির ব্যবস্থা থাকবে। এছাড়া পুলিশের তরফ থেকে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাওড়ার জেলাশাসক পি দীপাপপ্রিয়া বলেন, এবছর কার্নিভাল দেখার জন্য আরও মানুষের উপস্থিতি হতে পারে। এই কারণেই আমরা বসার সিট আরও বাড়াচ্ছি। এছাড়াও পর্যাপ্ত সিসিটিভি, এলইডি’র ব্যবস্থা করা হচ্ছে।