এই মুহূর্তে জেলা

পোস্টার ঘিরে উত্তেজনা, পোড়া মঙ্গলাহাটে বিক্ষোভ।


হাওড়া, ১৫ জানুয়ারি:- এবার রাজনৈতিক পোস্টার ঘিরে উত্তেজনা। পোড়া মঙ্গলাহাটে বিক্ষোভ। হাওড়ায় মঙ্গলাহাটের পোড়া হাট এলাকায় নতুন কমিটির ঘোষণা করে পোস্টার ঘিরে সোমবার সকালে উত্তেজনা ছড়াল। এদিন হাওড়া থানার সামনে এই নিয়ে বিক্ষোভ দেখান পোড়া হাটের ব্যবসায়ীরা।

মুখ্যমন্ত্রীর নির্দেশে কমিটি গঠনের পরেও কেন আবার রাজনৈতিক মদতে হাট কমিটি গড়া হলো আর সেই কমিটি কেন রাজনৈতিক সেই নিয়েই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান হাট ব্যবসায়ীরা।