এই মুহূর্তে জেলা

হাওড়া ফুলমেলার শুভ সূচনা।

হাওড়া, ১১ জানুয়ারি:- চারদিনের হাওড়া ফুলমেলার শুভ সূচনা হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্কে চারদিন ব্যাপী হাওড়া ফুলমেলার শুভ সূচনা হয়। এদিন হাওড়া ফুলমেলার উদ্বোধন করেন ফুলমেলা কমিটির সভাপতি তথা রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়। অরূপ রায় বলেন, ফুলমেলা সকলের কাছেই প্রচন্ড আকর্ষণের বিষয়। ৪ দিন ধরে চলা এই মেলায় প্রচুর মানুষ আসেন। ভীড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। মনে হয় ৭ বছর ধরে রাজ্যের অন্যতম সেরা ফুল মেলা এখানে হচ্ছে। যত বছর বাড়ছে ততো এই ফুলমেলার আকর্ষণ, জৌলুস বাড়ছে। নতুন নতুন ফুল আসছে। এবার অর্কিড এসেছে।

অরূপ রায় বলেন, গোলাপের সংরক্ষণের জন্য আমরা রাজ্যে ইতিমধ্যেই অনেকগুলো পলিহাউস করেছি। উত্তরবঙ্গে অনেক পলিহাউস করা হয়েছে। দক্ষিণবঙ্গেও পলিহাউস করেছি। এদিন ফুলমেলা কমিটির সম্পাদক শ্যামল মিত্র বলেন, ফুলমেলা বাংলার অনেক জায়গাতেই হয়। সারা বাংলার বিভিন্ন জেলা থেকে ফুল এসেছে। এর ক্রেজ ক্রমশ বাড়ছে। এখানে অনেক মূল্যবান অর্কিড, বনসাই গাছ এসেছে বিভিন্ন জায়গা থেকে। কলকাতা পুরনিগমের মতো যদি হাওড়া পুরনিগম একটা হার্টিকালচার করতে পারে সেই ব্যাপারে অনুরোধ জানানো হয়েছে। আগামী দিনে যাতে আরও বড় ফুলমেলা হয় এই আমাদের আশা।