এই মুহূর্তে কলকাতা

লোকসভার সঙ্গে সব রাজ্যের বিধানসভা ভোট একযোগে করার ব্যাপারে তীব্র বিরোধিতা তৃণমূলের।

কলকাতা, ১১ জানুয়ারি:- তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটের সঙ্গে সব রাজ্যের বিধানসভা ভোট একযোগে করার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত নীতির তীব্র বিরোধিতা করেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রস্তাবে আপত্তি জানিয়ে রাষ্ট্রপতির নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটির সচিব নীতেন চন্দ্রকে চিঠি লিখেছেন। সেখানে নিজের আপত্তির পক্ষে যুক্তি দিয়ে মমতা বলেছেন, ভারত একটি যুক্তরাষ্ট্র। সংবিধানে সেই শর্তের কথা রয়েছে। কোথাও এক দেশ এক সরকারের কথা বলা নেই। এই মৌলিক বিষয়টি এড়িয়ে এক দেশ এক ভোটের কথা ভাবা যায় না। যেভাবে এই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, তারও সমালোচনা করে তিনি বলেন, সকলের মতামত নিয়ে এই কমিটি তৈরি করা হয়নি।

একটা সিদ্ধান্ত নিয়ে উপর থেকে চাপিয়ে দেওয়া হয়েছে। ভারত একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। অথচ কমিটিতে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকেই রাখা হয়নি। তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, রাজ্যস্তরে নির্বাচনের আঙ্গিক এক রকম থাকে। জাতীয় স্তরে থাকে অন্যরকম। এক সঙ্গে ভোট করাতে গেলে এই ফারাকটা থাকবে না। কোনও ভাবে জাতীয় স্তরের বিষয় দিয়ে রাজ্যের ভোট করানো যায় না। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের উদ্দ্যেশ্য সম্পর্কে সংশয় প্রকাশ করে তিনি বলেন, স্বৈরাচারী ব্যবস্থা গণতন্ত্রকে কুক্ষিগত করতে চাইছে। তিনি স্বৈরাচারের বিরুদ্ধে। তাই এই প্রস্তাবেরও বিরোধিতা করেছেন।