হাওড়া, ১১ জানুয়ারি:- বৃহস্পতিবার “দেশি লিট্টির স্বাদ, শুভেন্দু অধিকারীর সাথ” শীর্ষক এক অনুষ্ঠান হয়ে গেল হাওড়ার গোলমোহর ময়দান সংলগ্ন গোলমোহর রেলওয়ে ইনস্টিটিউটে। পুণ্য মকর সংক্রান্তির প্রাক লগ্নে এদিন লিট্টি-চোখা-দেশি ঘিয়ের মেলবন্ধনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন হাওড়া কমল সঙ্ঘ এর সম্পাদক বিজেপির রাজ্য নেতা উমেশ রাই। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।