এই মুহূর্তে জেলা

সিএএ কার্যকর হবে লোকসভা ভোটের আগেই, মন্তব্য শান্তনু ঠাকুরের।


হাওড়া, ৪ জানুয়ারি:- আগামী লোকসভা ভোটের আগেই সারা ভারতবর্ষে সিএএ লাগু হবে। অনেকগুলো কারণের জন্য এতদিন পর্যন্ত সময় লাগছে। ২০২৪ এর লোকসভা ভোটের আগে সিএএ কার্যকর হচ্ছেই। মন্তব্য বিজেপি নেতা শান্তনু ঠাকুরের। বৃহস্পতিবার বালির পঞ্চাননতলায় এক অনুষ্ঠানে তিনি বলেন, এই নিয়ে আমাদের পরিবারের বড়ো লড়াই। পিতামহ, পিতামহীর সেই লড়াই কখনো থেমে থাকার নয় যতক্ষণ না এর সমাধান হচ্ছে।

শান্তনু ঠাকুর আরও বলেন, তৃণমূলের প্রবীণ-নবীন দ্বন্দ্ব নিয়ে আমাদের কোনও বক্তব্য নেই। ওরা একটা ছোট আঞ্চলিক দল। ওদের নিয়ে ভাবার মতো সময় আমাদের নেই। লোকসভায় বাংলায় আমাদের আসন ৩৫ পার করলেই বুঝে যাবেন মানুষ কোন দিকে আছেন। ভয়েস-কান্ড প্রসঙ্গে তিনি বলেন, কীভাবে ভয়েস বের করতে হয় তার দাওয়াই আমরা জানি। কিন্তু এনিয়ে মন্তব্য করা উচিত নয়।