এই মুহূর্তে কলকাতা

অনবদ্য পারফরমেন্সের জন্য বাল্ক কনজিউমারদের পুরস্কৃত করল রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা।


কলকাতা, ৪ জানুয়ারি:- রাজ্য বিদ্যুত বন্টন সংস্থা-ডব্লিউবিএসইডিসিএল ২০২২-২৩ আর্থিক বর্ষে অনবদ্য পারফর্ম্যান্সের জন্য বাল্ক কনজিউমারদের পুরস্কৃত করল। সল্টলেকের বিদ্যুৎ ভবনে বৃহস্পতিবার আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস, বিদ্যুৎ দফতরের সচিব ও বিদ্যুত উন্নয়ন নিগমের প্রধান শান্তনু বসু সহ বিদ্যুৎ দফতরের শীর্ষ আধিকারিকরা। বাল্ক কনজিউমারদের ৪ টি বিভাগে শ্রেণীভুক্ত করা হয়েছিল। সেন্ট্রালাইজড বাল্ক (১৩২ কেভি), সেন্ট্রালাইজড বাল্ক (৩৩ কেভি), ডিসেন্ট্রালাইজড বাল্ক (২০০-৭৫০ কেভিএ) এবং ডিসেন্ট্রালাইজড বাল্ক (৭৫০-১৪৯৯ কেভিএ) এই চার শ্রেণীতে ভাগ করে পুরস্কার বিতরণ করা হয়। বাল্ক কনজিউমারদের মূল্যায়ন করা হয়েছিল সময়মত বিল পরিশোধ, পর্যাপ্ত সিকিউরিটি ডিপোজিট, পাওয়ার ফ্যাক্টর ও লোড ফ্যাক্টর এবং লোড চাহিদা বৃদ্ধি মত বিষয় গুলির ভিত্তিতে। অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী শিল্পাঞ্চলগুলিতে উন্নতমানের ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করা এবং প্রতি মাসে জোনাল ভিত্তিক বাল্ক কনজিউমারদের সাথে মিটিং করার পরামর্শ দেন।

পাশাপাশি মন্ত্রী আগামী অর্থবর্ষ থেকে জোনাল ভিত্তিতে বাল্ক কনজিউমারদের পুরস্কৃত করার এবং পরবর্তীতে সদর দফতরে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান করারও পরামর্শ দেন। বিদ্যুৎমন্ত্রী ২০২২-২৩ অর্থ বর্ষে বিদ্যুত দফতরের কর্মীদের ব্যতিক্রমী কর্মদক্ষতা এবং কার্যক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত করেন।বিদ্যুৎ বিভাগের মূলমন্ত্র সুরক্ষিত কর্মক্ষেত্র সামনে রেখে বিগত দশ বছরে – ২০১৩ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত সারা বাংলা জুড়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থার আওতাধীন মোট ২৮ টি এরিয়া অফিসের অন্তর্গত ৭৯ টি সাব-স্টেশনে কোনরূপ দুর্ঘটনা ঘটেনি। এর মধ্যে ৬ টি এরিয়া অফিসের আওতাধীন সবকটি সাব-স্টেশনের একটিতেও কোনরূপ দুর্ঘটনা না ঘটায় এগুলি ‘জিরো অ্যাক্সিডেন্টে’র তালিকাভুক্ত হয়েছে। সংশ্লিষ্ট প্রতিনিধিদের হাতে অনন্য স্বীকৃতির স্মারক তুলে দেন বিদ্যুৎমন্ত্রী।