এই মুহূর্তে কলকাতা

খালিস্তানি বিতর্কে মুখ্য সচিবের সঙ্গে নবান্নে দেখা করলেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা।

কলকাতা, ২৬ ফেব্রুয়ারি:- খালিস্তানি বিতর্কে নবান্নে মুখ্যসচিবের সঙ্গে দেখা করল শিখ সম্প্রদায়ের একদল প্রতিনিধি। এদিন নবান্নে মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার সঙ্গে দেখা করে তার হাতে একটি স্মারকলিপি তুলে দেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য সন্দেশখালি যাওয়ার পথে পুলিশ তাদের আটকে দিলে গত ২০ ফেব্রুয়ারি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ আধিকারিককে খালিস্তানি বললে রাজ্যজুড়ে বিতর্ক তৈরি হয়। এরপরে শিখ গুরুদ্বার কমিটির এক প্রতিনিধি দল গত বৃহস্পতিবার রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছিলেন। যাঁরা পুলিশ আধিকারিককে নিয়ে এই মন্তব্য করেছেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে শিখ প্রতিনিধি দলের তরফে। এ দিন শিখ প্রতিনিধি দলের সদস্য গুরমিত সিং নবান্ন থেকে বেরোনোর সময় বলেন, “আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই সাক্ষাৎ করতে এসেছিলাম। কিন্তু আপনারা জানেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী জেলা সফরে রয়েছেন। আর সে কারণেই মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়ে অভিযোগ জানিয়ে গেলাম।”

প্রসঙ্গত, কয়েকদিন আগেই সন্দেশখালি যাওয়ার পথে শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের ধামাখালিতে বাধা দেয় পুলিশ। এই সময় পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয় শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পালের। সেই সময় সেখানে দায়িত্বে ছিলেন আইপিএস অফিসার জসপ্রীত সিং। বিজেপি বিধায়কদের বিরুদ্ধে তাঁকে খালিস্তানি বলার অভিযোগ তোলেন তিনি৷ এই নিয়ে তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি৷ খালিস্তানি ইস্যু নিয়ে সরব হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল নেতৃত্ব৷ এমনকী কংগ্রেস নেতা রাহুল গান্ধিও এই ইস্যুতে সুর চড়ান৷ রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে শিখ সম্প্রদায়ের মানুষজনেরা৷ কলকাতায় বিজেপির প্রধান কার্যালয় ছাড়াও বিভিন্ন জেলায় বিজেপির দলীয় অফিসের সামনে বিক্ষোভ দেখান শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা। শিখ সম্প্রদায়ের দাবি, ওই পুলিশ আধিকারিককে খালিস্থানি বলে সমগ্র শিখ সম্প্রদায়কে অপমান করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ মুখ্যসচিবের কাছে অভিযোগ জানালেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা।