এই মুহূর্তে জেলা

চোখের জলে নবগ্রামে বিদায় নিলেন বিদায়ী প্রধান।

হুগলি, ১০ আগস্ট:- নবগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করলো তৃণমূল। কিন্তু চোখের জলে মনের কথা বলে গেলো বিদায়ী প্রধান। পুরনো দিনের একজনকেও রাখলে দল ভালো করতো। যেখানে এই পঞ্চায়েতে সিপিএম ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে তৃণমূলের সেখানে বিদায়ী প্রধানের এই কান্না কিছুটা যেনো অন্য বার্তা দিয়ে গেলো। এদিন বিদায়ী পঞ্চায়েত প্রধান শিবানী দত্ত চোখের জল ফেলতে ফেলতে বলেন উপপ্রধান গৌড় মজুমদার দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে আছে, গত দশ বছর উপপ্রধান এর দায়িত্ব সামলেছেন। এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। তাকে অন্তত উপপ্রধান রাখতে পারতো দল।

দলের সিদ্ধান্ত সবাই মেনেই কাজ করবে। দল বোর্ড করেছে এটা খুব আনন্দের কিন্তু প্রাক্তন উপপ্রধান গৌড় মজুমদারকে উপপ্রধান রাখলে এলাকায় উন্নয়ন ভালো হতো, যেখানে বিরোধীরা এত শক্ত। এই বিষয়ে প্রাক্তন উপপ্রধান গৌড় মজুমদার বলেন নতুনকে সব সময় জায়গা দিতেই হয়। যেভাবে আগেও এলাকায় উন্নয়ন হয়েছে সেইভাবেই উন্নয়নের কাজ চলবে। বর্তমান উপপ্রধান অলোক পাল বলেন গৌড় দা অনেক অভিজ্ঞ।আমরা সকলেই একসাথে কাজ করবো। ব্লক সভাপতি নিখিল চক্রবর্তী বলেন দল সব ভেবে সিদ্ধান্ত নিয়েছে।