এই মুহূর্তে জেলা

মান্ডিতে বিক্রির জন্য রাখা ৫৫ বস্তা ধান চুরি,মাথায় হাত পোলবার চাষীর।


হুগলি, ২৯ ডিসেম্বর:- পাঁচ বিঘা জমিতে আমন ধান চাষ করেছিলেন পোলবার পাউনান গ্রামের চাষী সন্দীপ বিশ্বাস। সরকারি সহায়ক মূল্যে সেই ধান বিক্রির জন্য ঝেড়ে বেছে বস্তায় ভরে বাড়ি সামনেই রেখেছিলেন। আজ হারিট মান্ডিতে ধান নিয়ে যাওয়ার কথা ছিল। সকালে ঘুম থেকে উঠে কৃষক দেখেন তার বাড়ির সদর দরজার হ্যাজবোল্ড বাইরে থেকে আটকে রাখা। পরে বাইরে বেরিয়ে দেখেন যেখানে ধানের বস্তা ত্রিপল ঢেকে লাট দেওয়া ছিল তা ফাঁকা।ধানের বস্তা নেই। পাড়া প্রতিবেশীরা কেউ দেখেনি ধান কোথায় গেলো। ধান চাষী সন্দীপ বিশ্বাস বলেন, ধান কেটে শুকিয়ে ত্রিপল ঢাকা দিয়ে রেখেছিলাম মান্ডিতে নিয়ে যাবার জন্য।

গতকাল রাত সাড়ে বারোটা পর্যন্ত ধান ছিল। সকালে উঠে দেখি নেই। বড় গাড়ি নিয়ে এসে চুরি করেছে। পোলবা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পাউনান গ্রামের বাসিন্দা রমেন হালদার বলেন, সপ্তাহখানেক ধরে পাউনান সহ আশেপাশে গ্রামে চোরের উৎপাত বেড়েছে। বাড়ি দোকান স্কুল মসজিদেও চুরি হয়েছে। কিন্তু ৫৫ বস্তা ধান চুরি পরিকল্পনা করেই করেছে। কারণ এখানে ধান জড়ো করা আছে সেটা চোরেরা জানত। পোস্টের আলো নেভানো ছিল। গতকাল গ্রামের একজন মারা যাওয়ায় চুঁচুড়া শ্মশান ঘাটে তাকে দাহ করে ফেরে গ্রামের লোকজন রাত সারে বারোটায়। তখনও ধান ছিল।