হাওড়া, ২৯ ডিসেম্বর:- হাওড়ার ক্রিসমাস কার্নিভাল-কান্ডে ধৃতদের শুক্রবার দুপুরে তোলা হলো হাওড়া জেলা আদালতে। কার্নিভালে বুধবার রাতের অশান্তি ও গন্ডগোলের ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী গতকালই ডুমুরজলায় কড়া বার্তা দেন। তিনি বলেছিলেন আইন আইনের পথে চলবে। এরপরই নড়েচড়ে বসে হাওড়া সিটি পুলিশ।
বুধবার রাতে কার্নিভালে অশান্তি ও গণ্ডগোলের ঘটনায় ২ জনকে গ্রেফতার করে হাওড়ার জগাছা থানার পুলিশ। জানা গেছে, ধৃতেরা হলো রাজ জালান ও আকাশ দত্ত। পুলিশ সূত্রে খবর, আরও কয়েকজনের বিরুদ্ধেও গণ্ডগোল করার অভিযোগ উঠেছে। তাঁদেরও খোঁজা হচ্ছে। এদিন ধৃতদের হাওড়া আদালতে তোলা হয়।