এই মুহূর্তে কলকাতা

গঙ্গাসাগর মেলায় জনসমাগম সামাল দিতে অতিরিক্ত বাস ও ট্রেনের ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২৭ ডিসেম্বর:- আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বৈঠকে বসেছেন। মেলা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ১৫ জন মন্ত্রী ও ১৮ টি দফতরের সচিবেরা বৈঠকে উপস্থিত রয়েছেন। একইসঙ্গে গঙ্গাসাগর মেলা সঙ্গে যুক্ত থাকার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও রয়েছেন ওই বৈঠকে।

বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও সচিবদের কাছ থেকে মেলার প্রস্তুতি সংক্রান্ত খোঁজখবর নেওয়ার পর মুখ্যমন্ত্রী জানান, মেলায় জনসমাগম সামাল দিতে অতিরিক্ত বাস-ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। মেলা উপলক্ষে ২২৫০ টি সরকারি বাস এবং ৬৬ টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। সরকারের শীর্ষ মন্ত্রী ও সচিবেরা কচুবেড়িয়া, লট আট, চেমাগুড়ি ও সাগরে উপস্থিত থেকে মেলার তদারকি করবেন। মেলা উপলক্ষে সমবেত কর্মী আধিকারিক,তীর্থযাত্রী, সাংবাদিক সকলেই ৫ লক্ষ টাকার জীবন বীমার সুযোগ পাবেন।