এই মুহূর্তে জেলা

উপরাষ্ট্রপতির উদ্দেশ্যে তৃণমূল সাংসদদের কুরুচিকর অঙ্গভঙ্গি প্রদর্শনের প্রতিবাদে চুঁচুড়ায় বিক্ষোভ বিজেপির।


হুগলি, ২১ ডিসেম্বর:- শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের উদ্দেশ্যে কুরুচিকর অঙ্গভঙ্গি প্রদর্শনের প্রতিবাদে বিজেপির অবরোধ ঘিরে তুলকালাম চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে। অবরোধ চলাকালীন কল্যাণের কুশপুতুলে আগুন দিতেই সক্রিয় হয় পুলিশ। আগুন নেভাতে গিয়ে বিজেপি কর্মীদের সাথে ধস্তাধস্তিতে জড়ায় পুলিশ।

এক কর্মীকে টেনেহিঁচড়ে পুলিশ গাড়িতে তুলতে গেলেই অন্যান্য কর্মীরা পুলিশের পথ আটকায়। শুরু হয় ধাক্কাধাক্কি। এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশের কাছ থেকে ওই কর্মীকে ছিনিয়ে নেয় বিজেপি কর্মীরা। প্রায় আধ ঘণ্টা ধরে অবরুদ্ধ হয়েছিল পিপুলপাতির পাঁচ মাথা মোড়।