এই মুহূর্তে জেলা

হাওড়ায় হতে চলেছে ১২ দিনের ক্রিসমাস কার্নিভাল।

হাওড়া, ২০ ডিসেম্বর:- এই প্রথম হাওড়া শহরে অনুষ্ঠিত হতে চলেছে ১২ দিন ব্যাপী ক্রিসমাস কার্নিভাল। যার উদ্বোধক রূপে উপস্থিত থাকবেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতার ধাঁচেই বড়দিন উপলক্ষে এবার হাওড়ায় আয়োজন করা হচ্ছে এই কার্নিভালের। জানা গেছে, হাওড়ার শানপুর মোড় থেকে শুরু করে ইছাপুর, ড্রেনেজ ক্যানেল রোড থেকে শুরু করে বেলেপোল সহ বিস্তীর্ণ এলাকা সেজে উঠছে আলোর মালায়। আগামী ২২ ডিসেম্বর সন্ধ্যায় ইছাপুরের আনন্দময়ী আশ্রমের কাছেই ষষ্ঠী-নারায়ণ ইকো পার্কে এই কার্নিভালের শুভ উদ্বোধন করবেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ওইদিন সন্ধ্যায় হাওড়ার ক্রিসমাস কার্নিভালের থিম সং এর আনুষ্ঠানিক প্রকাশ করা হবে যাতে কন্ঠদান করেছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। গানের কথা লিখেছেন পুরসভারই এক কর্মী। ২২ ডিসেম্বর’২৩ থেকে ২ জানুয়ারি’২৪ পর্যন্ত টানা ১২ দিন ধরে চলবে এই কার্নিভাল।

প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ১১টা পর্যন্ত চলবে কার্নিভাল। কার্নিভালে আসতে ইকো পার্কে কোনও প্রবেশ মূল্য লাগবে না। পার্ক স্ট্রিটের ধাঁচে পুরো এলাকা আলোকমালায় সাজানো হবে। কার্নিভাল উপলক্ষে প্রতিদিনই ইকো পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেখানে সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট শিল্পীরা। এছাড়াও ছোটদের আনন্দ দিতে কার্নিভালে উপস্থিত থাকবে সান্তাক্লজরা। ইকো পার্কের এই কার্নিভালে থাকছে অনেকগুলি ফুড স্টল। হাওড়া পুরনিগমের উদ্যোগে এবছরই প্রথম শহরে এই ধরনের ক্রিস্টমাস কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে। বুধবার সন্ধ্যায় ষষ্ঠী-নারায়ণ ইকো পার্কে এসে এই কার্নিভালের প্রস্তুতি খতিয়ে দেখেন হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়া, নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী, মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী, পুর কমিশনার ধবল জৈন সহ অন্যান্যরা।