হাওড়া, ২০ এপ্রিল:- পুজোর আগেই আধুনিক মানের ফুল বাজার তৈরির কাজ শেষ হবে হাওড়ায়। ফুল চাষি ও ভেন্ডার মিলিয়ে শতাধিক মানুষের ব্যবসার সুযোগ মিলবে এখানে। ইতিমধ্যেই এই মার্কেট তৈরির সিভিল ওয়ার্ক শুরু হয়েছে। বুধবার সেই কাজ পরিদর্শন করেন হাওড়া পুরনিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। জানা গেছে, খুব সম্ভবত আগামী সেপ্টেম্বর মাসেই পুজোর আগে হাওড়ায় গড়ে উঠতে চলেছে আধুনিক মানের এই ফুল বাজার। এই ফুল মার্কেটে প্রায় একশো’র বেশি ফুল চাষী ও ভেন্ডার ব্যবসা করতে পারবেন। অত্যাধুনিক এই ফুল বাজারে বিভিন্ন সুবিধা মিলবে ফুল চাষীদের।
কিভাবে ফুলকে সংরক্ষণ করে রাখা যাবে পাশাপাশি যে সমস্ত ফুল শুকিয়ে যাবে বা নষ্ট হবে সেগুলো কোথায় ফেলা হবে সমস্ত সুবিধা নিয়েই অত্যাধুনিক ওই ফুল মার্কেট গড়ে উঠতে চলেছে। হাওড়া পুরসভা এ ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছে। বুধবার সকালে হাওড়া ফুল বাজারের কাজ পরিদর্শন করেন প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। তিনি বলেন, আমরা আশা করছি আর কয়েক মাসের মধ্যেই সেপ্টেম্বরের মধ্যেই এই ফুল বাজার আমরা চালু করতে পারবো। এটি চালু হলে কলকাতা এবং হাওড়ায় যে ফুল বাজার রয়েছে সেখানকার ফুল চাষীরা
ফুল ব্যবসায়ীরা এখানে সরাসরি ব্যবসা করতে পারবেন। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে হাওড়ায় গড়ে উঠবে অত্যাধুনিক মানের এই ফুল বাজার। এর জন্য হাওড়া পুরসভাকে প্রথম পর্যায়ে প্রায় ১ কোটি ৫৯ লক্ষ টাকা দিয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কর্পোরেশন লিমিটেড সংস্থা। পরে বাকি টাকাও দেবেন তাঁরা। উল্লেখ্য, অত্যাধুনিক এই ফুল বাজারটি তৈরি হচ্ছে হাওড়ার তেলকল ঘাটের বার্ন স্ট্যান্ডার্ড সংস্থার উল্টোদিকে হাওড়া পুরসভার বিল্ডিংয়ে।