এই মুহূর্তে জেলা

পাঁচ বছর পর অনুষ্ঠিত হলো হুগলি সিভিল কন্ট্রাকটারদের নির্বাচন।

হুগলি, ২০ ডিসেম্বর:- পাঁচ বছর পর হুগলি সিভিল কন্টাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হল। পোলবার জগন্নাথবাটির একটি লজে কড়া পুলিশি পাহারায় সকাল দশটা থেকে ভোট শুরু হয়। মোট ২৪২ জন সদস্য রয়েছে অ্যাসোসিয়েশনে। তাদের মধ্যে ১৭ জনের এক্সিকিউটিভ কমিটি তৈরীর জন্য এই নির্বাচন। ২৮ জন মনোনয়ন জমা দিয়েছিলেন।

নির্বাচন পরিচালনার জন্য পোলবা বিডিও অফিস থেকে কর্মিরা উপস্থিত ছিলেন। ২০১৯ সালের পর কন্ট্রাক্টর অ্যাসোসিশনের নির্বাচন হয়নি। এ্যাডহক কমিটি অ্যাসোসিয়েশন চালতো। কাজ পাওয়ার ক্ষেত্র সম বন্টন ব্যবস্থা কার্যকর হত না বলে অভিযোগ ছিল ঠিকাদারদের একাংশের। তাই তারা নির্বাচন চাইছিলেন। স্থায়ী কমিটি গঠন হলে কাজ পাওয়ার ক্ষেত্রে রেষারেষি কমবে আবার সরকারি কাজ করে টাকা পরে থাকলে সেই টাকা আদায়ের ক্ষেত্রেও অ্যাসোসিয়েশন কাজ করতে পারবে বলে মনে করেন ঠিকাদাররা। মূলত জেলা পরিষদের নির্মান রাস্তা ব্রিজের কাজ করে থাকেন ঠিকাদাররা।