এই মুহূর্তে জেলা

লাইনচ্যুত বাগনান লোকাল, অফিস টাইমে প্রাণে রক্ষা যাত্রীদের।


হাওড়া, ৬ ডিসেম্বর:- লাইনচ্যুত ৩৮২০২ বাগনান-হাওড়া লোকাল। সকালে অফিস টাইমে অল্পের জন্যে প্রাণে রক্ষা যাত্রীদের। জানা গেছে, বেলাইন হয় ওই লোকালের একটি বগি। আজ বুধবার সকালে হাওড়া স্টেশনে ঢোকার মুখে ৫ নং কামরা লাইনচ্যুত হয় বলে জানা গেছে। টিকিয়াপাড়ার কাছে হাওড়ার ১৪ নম্বর প্লাটফর্মে ঠিক ঢোকার মুখেই লাইনচ্যুত হয় ওই ট্রেনটি।

সকাল ৯টা ৩৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। দুর্ঘটনার আতঙ্কে যাত্রীরা মাঝপথেই ট্রেন থেকে লাইনে নেমে পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে DRM সহ রেলের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। রেলের তরফ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। রেল কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।